• জানেন কি, আজকের দেশ সেরা শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল এর যাত্রা শুরু হয়েছিল আমাদের রংপুর থেকেই। আরএফএল - রংপুর ফাউন্ড্রি লিমিটেড ছিল তাদের প্রথম প্রতিষ্ঠান!
    দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে তিনি। বসে বসে খেলে পেনশনের টাকা শেষ হয়ে যাবে। তারপর? একটা কিছু করতে হবে। আর সেটা যদি হয় ব্যবসা তাহলে ভাল হয়। কিন্তু ব্যবসা করতেতো টাকার প্রয়োজন। এতো টাকা কোথায় পাবেন তিনি? স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। আগপিছু না ভেবেই স্ত্রী তার পৈতৃক সম্পত্তির কাগজ তুলে দিলেন। ওই কাগজ নিয়েই ছুটলেন ব্যাংকে। বন্ধক রেখে নিলেন লোন। সেটা ছিল ১৯৮১ সাল। রংপুরের বিসিক শিল্প একালায় টিউবওয়েল তৈরির কারখানা হিসেবে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠা করেন।
    “যতই চাপাচাপি কর কোন লাভ নাই”- আরএফএলের চাপ কলের এ বিজ্ঞাপন মাত করে দেয় গোটা দেশ। হুমড়ি খেয়ে পড়ে আরএফএলের যন্ত্রপাতির দিকে।
    আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক বাজারে আসে খাদ্য, প্লাস্টিক ও পিভিসি পণ্য। সবই দেখে সফলতার মুখ। আর এ সফলতার পেছনে যিনি কলকাঠি নেড়েছেন তিনি হলেন ‘প্রাণ-আরএফএল’ গ্রুপের প্রাণ মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী।
    ১৯৮৫ সালে গড়ে তোলেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি, যার ব্র্যান্ড নাম প্রাণ। দেশজুড়ে বিস্তৃত ১৩টি অত্যাধুনিক কারখানায় বর্তমানে ‘প্রাণ-আরএফএল’ গ্রুপের পণ্যসমূহ উৎপাদিত হয়। প্রাণ আরএফএল গ্রুপ এর উপর নির্ভর করে আরও প্রায় ৭ লাখ মানুষের জীবন ও জীবিকা।
    বর্তমানে ‘প্রাণ’ পণ্য সুদূর আফ্রিকা মহাদেশ ছাড়াও এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১০৬টির বেশি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।
    আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর উত্তরবঙ্গের নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। মেজর জেনারেল হিসেবে আমজাদ খান চৌধুরী ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান।
    ৮ জুলাই ২০১৫ বুধবার মৃত্যুবরণ করেন এই শিল্পউদ্যোক্তা
    ক্রেডিট: রংপুর, বাংলাদেশ
    জানেন কি, আজকের দেশ সেরা শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল এর যাত্রা শুরু হয়েছিল আমাদের রংপুর থেকেই। আরএফএল - রংপুর ফাউন্ড্রি লিমিটেড ছিল তাদের প্রথম প্রতিষ্ঠান! দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে তিনি। বসে বসে খেলে পেনশনের টাকা শেষ হয়ে যাবে। তারপর? একটা কিছু করতে হবে। আর সেটা যদি হয় ব্যবসা তাহলে ভাল হয়। কিন্তু ব্যবসা করতেতো টাকার প্রয়োজন। এতো টাকা কোথায় পাবেন তিনি? স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। আগপিছু না ভেবেই স্ত্রী তার পৈতৃক সম্পত্তির কাগজ তুলে দিলেন। ওই কাগজ নিয়েই ছুটলেন ব্যাংকে। বন্ধক রেখে নিলেন লোন। সেটা ছিল ১৯৮১ সাল। রংপুরের বিসিক শিল্প একালায় টিউবওয়েল তৈরির কারখানা হিসেবে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠা করেন। “যতই চাপাচাপি কর কোন লাভ নাই”- আরএফএলের চাপ কলের এ বিজ্ঞাপন মাত করে দেয় গোটা দেশ। হুমড়ি খেয়ে পড়ে আরএফএলের যন্ত্রপাতির দিকে। আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক বাজারে আসে খাদ্য, প্লাস্টিক ও পিভিসি পণ্য। সবই দেখে সফলতার মুখ। আর এ সফলতার পেছনে যিনি কলকাঠি নেড়েছেন তিনি হলেন ‘প্রাণ-আরএফএল’ গ্রুপের প্রাণ মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী। ১৯৮৫ সালে গড়ে তোলেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি, যার ব্র্যান্ড নাম প্রাণ। দেশজুড়ে বিস্তৃত ১৩টি অত্যাধুনিক কারখানায় বর্তমানে ‘প্রাণ-আরএফএল’ গ্রুপের পণ্যসমূহ উৎপাদিত হয়। প্রাণ আরএফএল গ্রুপ এর উপর নির্ভর করে আরও প্রায় ৭ লাখ মানুষের জীবন ও জীবিকা। বর্তমানে ‘প্রাণ’ পণ্য সুদূর আফ্রিকা মহাদেশ ছাড়াও এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১০৬টির বেশি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর উত্তরবঙ্গের নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। মেজর জেনারেল হিসেবে আমজাদ খান চৌধুরী ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান। ৮ জুলাই ২০১৫ বুধবার মৃত্যুবরণ করেন এই শিল্পউদ্যোক্তা ক্রেডিট: রংপুর, বাংলাদেশ
    0 Comments 0 Shares 746 Views 0 Reviews
  • 0 Comments 0 Shares 338 Views 0 Reviews
  • 0 Comments 0 Shares 341 Views 0 Reviews
  • 0 Comments 0 Shares 320 Views 0 Reviews
  • প্রকৃত ধর্ম শিক্ষা যে পায় সে কখনো অন্য ধর্মকে, অন্য সম্প্রদায়ের মানুষকে ঘৃণা করতে পারে না।
    তাই আমাদের জীবনে ধর্মীয় শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
    পবিত্র জুমাতুল বিদা এর উসিলায় আমাদের সবাইকে সঠিক জ্ঞান দিক, সুখী ও সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ি।
    ধর্ম পালনে ধর্মীয় ব্যাক্তি সবাই মৌলবাদী। আসলে মৌলবাদী বলতে কোন বিশেষ ধর্মকে বুঝায়না। বরং যে ব্যক্তি তার ধর্মের সকল মৌলিক বিষয়গুলিকে পুঙ্খানুপঙ্খভাবে পালন করেন, সেই মূলত মৌলবাদী।
    এক্ষেত্রে আপনি মুসলিম ধর্মের মৌল বিষয়গুলিকে পুঙ্খানুপঙ্খভাবে পালন করে থাকলে আপনি একজন মুসলিম মৌলবাদী, আর আপনি একজন হিন্দু হয়ে থাকলে আপনি একজন হিন্দু মৌলবাদী। একই ভাবে বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য।
    প্রকৃত ধর্ম শিক্ষা যে পায় সে কখনো অন্য ধর্মকে, অন্য সম্প্রদায়ের মানুষকে ঘৃণা করতে পারে না। তাই আমাদের জীবনে ধর্মীয় শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পবিত্র জুমাতুল বিদা এর উসিলায় আমাদের সবাইকে সঠিক জ্ঞান দিক, সুখী ও সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ি। ধর্ম পালনে ধর্মীয় ব্যাক্তি সবাই মৌলবাদী। আসলে মৌলবাদী বলতে কোন বিশেষ ধর্মকে বুঝায়না। বরং যে ব্যক্তি তার ধর্মের সকল মৌলিক বিষয়গুলিকে পুঙ্খানুপঙ্খভাবে পালন করেন, সেই মূলত মৌলবাদী। এক্ষেত্রে আপনি মুসলিম ধর্মের মৌল বিষয়গুলিকে পুঙ্খানুপঙ্খভাবে পালন করে থাকলে আপনি একজন মুসলিম মৌলবাদী, আর আপনি একজন হিন্দু হয়ে থাকলে আপনি একজন হিন্দু মৌলবাদী। একই ভাবে বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য।
    0 Comments 0 Shares 737 Views 0 Reviews
  • আপনি একজন উদ্যোক্তা হতে চান, কিন্তু আপনার পরিবার বা বন্ধুরা আপনাকে উপেক্ষা করতেছে !!!

    আপনাকে এড়িয়ে যাওয়ার মধ্যে তাদের দারুণ উচ্ছ্বাস আছে। হ্যাঁ, আপনি তখনই বুঝতে শুরু করবেন যে, যে আপনি যাদেরকে আপনার ভেবেছিলেন, ভেবেছিলাম যে তারা আপনার ছিল, তারাই আপনাকে আজ এড়িয়ে চলতে শুরু করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে, তাদের আজ আর আপনাকে প্রয়োজন নেই। আপনাকে আপনার জীবনের সাথে লড়াই করতে শুরু করেভদিন কার নেগিটিভ চিন্তা চেতনাকে উপেক্ষা করে, দেখবেন আপনি খুব শীঘ্রই সফল হবেন এবং এই লেখাটিও হয়তো আপনাকে একটি দুর্দান্ত অনুপ্রেরণা যোগান দেবে ইনশাআল্লাহ্‌।

    মনে রাখবেন, বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই মানুষকে বড় করে তলে। তাই নিজের ইচ্ছাশক্তিকে আরও বড় করে তুলুন এবং আরও বেশি সৃজনশীল ও আত্মপ্রত্যয়ী হয়ে উঠুন।
    আপনি একজন উদ্যোক্তা হতে চান, কিন্তু আপনার পরিবার বা বন্ধুরা আপনাকে উপেক্ষা করতেছে !!! আপনাকে এড়িয়ে যাওয়ার মধ্যে তাদের দারুণ উচ্ছ্বাস আছে। হ্যাঁ, আপনি তখনই বুঝতে শুরু করবেন যে, যে আপনি যাদেরকে আপনার ভেবেছিলেন, ভেবেছিলাম যে তারা আপনার ছিল, তারাই আপনাকে আজ এড়িয়ে চলতে শুরু করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে, তাদের আজ আর আপনাকে প্রয়োজন নেই। আপনাকে আপনার জীবনের সাথে লড়াই করতে শুরু করেভদিন কার নেগিটিভ চিন্তা চেতনাকে উপেক্ষা করে, দেখবেন আপনি খুব শীঘ্রই সফল হবেন এবং এই লেখাটিও হয়তো আপনাকে একটি দুর্দান্ত অনুপ্রেরণা যোগান দেবে ইনশাআল্লাহ্‌। মনে রাখবেন, বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই মানুষকে বড় করে তলে। তাই নিজের ইচ্ছাশক্তিকে আরও বড় করে তুলুন এবং আরও বেশি সৃজনশীল ও আত্মপ্রত্যয়ী হয়ে উঠুন।
    Love
    Like
    3
    1 Comments 0 Shares 849 Views 0 Reviews
  • Love
    1
    0 Comments 0 Shares 717 Views 0 Reviews
  • যে বয়সে পরিশ্রম করার দরকার,
    সে সময়ে আরাম করলে,
    আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে।

    তাই সময় নস্ট না করে সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।
    যে বয়সে পরিশ্রম করার দরকার, সে সময়ে আরাম করলে, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। তাই সময় নস্ট না করে সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।
    Love
    Like
    3
    0 Comments 0 Shares 774 Views 0 Reviews
  • আলহমদুলিল্লাহ, প্রাকৃতিক ও নয়নাভিরাম পরিবেশে ২০১৪ সালে ইচ্ছে করেই মফস্বলের একটি কলেজে যোগদান করি ইংরেজি প্রভাষক হিসেবে। বর্তমানে বৃক্ষহীন দালানের ভিড়ে এরকম পরিবেশ আজ হারিয়ে গেছে, বর্তমানে এই প্রচণ্ড তাপদাহে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। অন্তত সবুজে ঘেরা মাঠে বটগাছের ছায়ার তলে একটু ছায়া পাই। এর চেয়ে বড় পাওয়া আর কিই বা হতে পারে। Passion থেকেই শিক্ষকতায় আজও পরে আছি।

    "Nature has the healing power."
    Being active in nature can help fight chronic diseases, relieve stress and depression, promote faster healing, stronger immune systems, and more.

    তাইতো অসুস্থ্য অবস্থাতেও এসেছি কলেজে সুস্থ্যতার খোঁজে। আলহমদুলিল্লাহ, আজকে অনেক অনেক ফ্রেশ ও ভালো লাগতেছে।

    ভালো লাগে পড়াতে, ভালোবাসি প্রকৃতিকে।
    হয়তো আজও বেচেঁ আছি খোদার অশেষ রহমতে ।

    আমিন
    আলহমদুলিল্লাহ, প্রাকৃতিক ও নয়নাভিরাম পরিবেশে ২০১৪ সালে ইচ্ছে করেই মফস্বলের একটি কলেজে যোগদান করি ইংরেজি প্রভাষক হিসেবে। বর্তমানে বৃক্ষহীন দালানের ভিড়ে এরকম পরিবেশ আজ হারিয়ে গেছে, বর্তমানে এই প্রচণ্ড তাপদাহে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। অন্তত সবুজে ঘেরা মাঠে বটগাছের ছায়ার তলে একটু ছায়া পাই। এর চেয়ে বড় পাওয়া আর কিই বা হতে পারে। Passion থেকেই শিক্ষকতায় আজও পরে আছি। "Nature has the healing power." Being active in nature can help fight chronic diseases, relieve stress and depression, promote faster healing, stronger immune systems, and more. তাইতো অসুস্থ্য অবস্থাতেও এসেছি কলেজে সুস্থ্যতার খোঁজে। আলহমদুলিল্লাহ, আজকে অনেক অনেক ফ্রেশ ও ভালো লাগতেছে। ভালো লাগে পড়াতে, ভালোবাসি প্রকৃতিকে। হয়তো আজও বেচেঁ আছি খোদার অশেষ রহমতে । আমিন
    Like
    Love
    4
    0 Comments 0 Shares 661 Views 0 Reviews
  • আলহামদুলিল্লাহ, আজকে অনেক নতুন নতুন ফিচার যুক্ত করে আপডেট দেয়া হয়েছে। উপভোগ করুন।
    উল্লেখ্য যে, খুব শীঘ্রই / এ বছরেই আমাদের ন্যাটিভ অ্যাপস এর কাজ সেস হবে ইনশাআল্লাহ্‌।

    https://uddokta64.com/
    আলহামদুলিল্লাহ, আজকে অনেক নতুন নতুন ফিচার যুক্ত করে আপডেট দেয়া হয়েছে। উপভোগ করুন। উল্লেখ্য যে, খুব শীঘ্রই / এ বছরেই আমাদের ন্যাটিভ অ্যাপস এর কাজ সেস হবে ইনশাআল্লাহ্‌। https://uddokta64.com/
    Love
    Like
    3
    0 Comments 0 Shares 900 Views 0 Reviews