কোন কাজ সিরিয়াসলি এবং অনেস্টলি করতে হবে, নাহলে হবেনা।
মূল কথা হচ্ছে সময়, তোমাকে সময়টাকে ধরতে হবে। তোমার একটা স্বপ্ন থাকতে হবে, আশা থাকতে হবে, নাহলে তুমি কোথাও পৌছাতে পারবেনা।
দুপুর টাকে অবাক করে চলছি,
সেই পুরাতন ছায়া সঙ্গী, পেছন ছাড়েনা,
চড়াই পেড়িয়ে যাই, পেছন ছাড়েনা,
উৎড়াই যাই, উৎড়াই পেছন ছাড়েনা,
সকল যোগাযোগের মধ্যে সে জেগে থাকে স্পৃহা।
কেবল আয়োজনের সকল শব্দ থেমে গেলে
তার স্বর স্পষ্ট হয়,
সে আমার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে,
তুমি কি হতে চাও?
আমি নিশ্চিত স্বরে বলি,
আমার এই পথ চলাতেই আনন্দ।
কোন কাজ সিরিয়াসলি এবং অনেস্টলি করতে হবে, নাহলে হবেনা। মূল কথা হচ্ছে সময়, তোমাকে সময়টাকে ধরতে হবে। তোমার একটা স্বপ্ন থাকতে হবে, আশা থাকতে হবে, নাহলে তুমি কোথাও পৌছাতে পারবেনা। দুপুর টাকে অবাক করে চলছি, সেই পুরাতন ছায়া সঙ্গী, পেছন ছাড়েনা, চড়াই পেড়িয়ে যাই, পেছন ছাড়েনা, উৎড়াই যাই, উৎড়াই পেছন ছাড়েনা, সকল যোগাযোগের মধ্যে সে জেগে থাকে স্পৃহা। কেবল আয়োজনের সকল শব্দ থেমে গেলে তার স্বর স্পষ্ট হয়, সে আমার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, তুমি কি হতে চাও? আমি নিশ্চিত স্বরে বলি, আমার এই পথ চলাতেই আনন্দ।
Like
2
0 Comments 0 Shares 433 Views 0 Reviews