• প্রশ্ন: উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করছেন, ভাবছেন কোথা থেকে শুরু করবেন।

    উত্তর: নিজের মন থেকে শুরু করুন, আপনার মন জানে আপনি কি চান, আর কোনটা করার সামর্থ আপনার আছে। সেটা বড় হোক বা ছোট হোক। নিজের কাজকে কখনো ছোট করে দেখতে নেই। কারণ এটি আপনার কাজ। নাসার স্টাফ তাদের কাছে, আপনার স্টাফ আপনি নিজে।
    প্রশ্ন: উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করছেন, ভাবছেন কোথা থেকে শুরু করবেন। উত্তর: নিজের মন থেকে শুরু করুন, আপনার মন জানে আপনি কি চান, আর কোনটা করার সামর্থ আপনার আছে। সেটা বড় হোক বা ছোট হোক। নিজের কাজকে কখনো ছোট করে দেখতে নেই। কারণ এটি আপনার কাজ। নাসার স্টাফ তাদের কাছে, আপনার স্টাফ আপনি নিজে।
    Love
    1
    0 Comments 0 Shares 371 Views 0 Reviews
  • যারা নিজের সফলতার গল্প বলতে গিয়ে নিজের বাবা মা, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু বান্ধবকে ছোট করে, তাদের এ সফলতার কোনো সুফল নেই। এটি হতে পারে ক্ষনিকের, গোড়ামী, মূর্খতা আর ধর্মান্ধতার প্রতিফলন।
    যারা নিজের সফলতার গল্প বলতে গিয়ে নিজের বাবা মা, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু বান্ধবকে ছোট করে, তাদের এ সফলতার কোনো সুফল নেই। এটি হতে পারে ক্ষনিকের, গোড়ামী, মূর্খতা আর ধর্মান্ধতার প্রতিফলন।
    Love
    1
    0 Comments 0 Shares 339 Views 0 Reviews
  • কোনো জবে বা কাজে পদন্নোতি পেলে কাউকে বলে বেড়াতে নেই,
    ভালো জবের অফার পেলেও কাউকে বলে বেড়াতে নেই,
    সুখে আছেন, ভালোভাবে জীবন কাটাচ্ছেন, সেটাও কাউকে বলে বেড়াতে নেই।

    অনেকসময় মানুষ আপনার সুন্দর জিনিসটাকে বা মুহূর্তকে নষ্ট করে দিবে।

    তবে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন একমাত্র সৃষ্টিকর্তার কাছে। যার কাছে করলে আপনার সুখ ও স্বচ্ছলতাকে অনেক অনেক গুনে বাড়িয়ে দিবেন।

    আহলান সাহলান, মাহে রমজান।
    কোনো জবে বা কাজে পদন্নোতি পেলে কাউকে বলে বেড়াতে নেই, ভালো জবের অফার পেলেও কাউকে বলে বেড়াতে নেই, সুখে আছেন, ভালোভাবে জীবন কাটাচ্ছেন, সেটাও কাউকে বলে বেড়াতে নেই। অনেকসময় মানুষ আপনার সুন্দর জিনিসটাকে বা মুহূর্তকে নষ্ট করে দিবে। তবে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন একমাত্র সৃষ্টিকর্তার কাছে। যার কাছে করলে আপনার সুখ ও স্বচ্ছলতাকে অনেক অনেক গুনে বাড়িয়ে দিবেন। আহলান সাহলান, মাহে রমজান।
    Love
    3
    0 Comments 0 Shares 356 Views 0 Reviews
  • স্কুল-কলেজে ঈদের ছুটি ১৭ দিন, প্রাথমিকে ১৪

    আসন ঈদুল ফিতরে স্কুল-কলেজে ১৭ দিন ছুটি ঘোষণা করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ২১ এপ্রিল থেকে ছুটি শুরু হতে পারে। যা শেষ হবে ৭ মে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে ১৪ দিন। প্রাথমিকের এই ছুটি হবে ১৪ দিন।

    জানতে চাইলে মাউশি মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছুটি বাড়ানো হয়েছে। ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস হবে। ফলে ১৭ দিন ছুটি কার্যকর হবে।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম বলেছে, করোনা সংক্রমনের কারণে গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। এসময় আমাদের অনেক শিশু পিছিয়ে পড়েছে। যে যািই বলুক আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস হবে। সে হিসেবে এবার প্রাথমিকের ছুটি ১৪ দিন।

    এর আগে গত ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন সশরীরে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। এ আদেশ সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে।
    স্কুল-কলেজে ঈদের ছুটি ১৭ দিন, প্রাথমিকে ১৪ আসন ঈদুল ফিতরে স্কুল-কলেজে ১৭ দিন ছুটি ঘোষণা করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ২১ এপ্রিল থেকে ছুটি শুরু হতে পারে। যা শেষ হবে ৭ মে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে ১৪ দিন। প্রাথমিকের এই ছুটি হবে ১৪ দিন। জানতে চাইলে মাউশি মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছুটি বাড়ানো হয়েছে। ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস হবে। ফলে ১৭ দিন ছুটি কার্যকর হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম বলেছে, করোনা সংক্রমনের কারণে গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। এসময় আমাদের অনেক শিশু পিছিয়ে পড়েছে। যে যািই বলুক আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস হবে। সে হিসেবে এবার প্রাথমিকের ছুটি ১৪ দিন। এর আগে গত ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন সশরীরে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। এ আদেশ সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে।
    Love
    2
    0 Comments 0 Shares 332 Views 0 Reviews
  • মানুষ একাকীত্বে, মানসিক যন্ত্রনা, দ্বিধা দ্বন্দ ও রোগে মারা যায়। কিন্তু স্বাভাবিক জীবনে কঠোর পরিশ্রমের কারণে কেউ মারা যায়না।
    :grinning-face: :grinning-face:
    মানুষ একাকীত্বে, মানসিক যন্ত্রনা, দ্বিধা দ্বন্দ ও রোগে মারা যায়। কিন্তু স্বাভাবিক জীবনে কঠোর পরিশ্রমের কারণে কেউ মারা যায়না। :grinning-face: :grinning-face:
    Like
    1
    0 Comments 0 Shares 236 Views 0 Reviews
  • জীবনে বড় ও সুপ্রতিষ্ঠিত যদি হতে চাও, নিজের মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে হও।

    কখনো অন্যের উপরে নির্ভরশীল হয়ে থেকোনা, বা তোষামোদী করে চলোনা। কারণ, তোষামোদকারীর কোনো ব্যক্তিত্ব নেই, আর তাই নেই কোনো অস্তিত্ব।

    নিজের উদ্যোগের বৃক্ষ বপন কর, সেটাকে পরিচর্যা করো, তার পরে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠিত কর।

    মনে রাখতে হবে,
    যদি হতে চাও, তো বৃক্ষ হও, পরগাছা নয়।
    আর যদি পরগাছা হও, তবে কোনোদিন বড় বৃক্ষ হতে পারবেনা।

    -মমিনুল ইসলাম
    এডমিন, ই-কমার্স বিডি

    ক্যাপশন: ছবিটি আমাদের নিজস্ব মিটিং এপপ্স meet64 এ পরীক্ষামূলক মিটিং।
    জীবনে বড় ও সুপ্রতিষ্ঠিত যদি হতে চাও, নিজের মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে হও। কখনো অন্যের উপরে নির্ভরশীল হয়ে থেকোনা, বা তোষামোদী করে চলোনা। কারণ, তোষামোদকারীর কোনো ব্যক্তিত্ব নেই, আর তাই নেই কোনো অস্তিত্ব। নিজের উদ্যোগের বৃক্ষ বপন কর, সেটাকে পরিচর্যা করো, তার পরে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠিত কর। মনে রাখতে হবে, যদি হতে চাও, তো বৃক্ষ হও, পরগাছা নয়। আর যদি পরগাছা হও, তবে কোনোদিন বড় বৃক্ষ হতে পারবেনা। -মমিনুল ইসলাম এডমিন, ই-কমার্স বিডি ক্যাপশন: ছবিটি আমাদের নিজস্ব মিটিং এপপ্স meet64 এ পরীক্ষামূলক মিটিং।
    0 Comments 0 Shares 340 Views 0 Reviews
  • সব সমস্যার সমাধান এক সময় হয়। কিন্তু সমস্যার অবসানের পূর্বমুহুর্ত এর সময়ের মাঝে যে টানাপোড়েন, সেটির অবসান সহজে হতে চায়না।
    সব সমস্যার সমাধান এক সময় হয়। কিন্তু সমস্যার অবসানের পূর্বমুহুর্ত এর সময়ের মাঝে যে টানাপোড়েন, সেটির অবসান সহজে হতে চায়না।
    Love
    3
    0 Comments 0 Shares 250 Views 0 Reviews
  • নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়...
    তবে একই স্থানে না থেকে, নিজের জায়গা পরিবর্তন করে দেখুন, সেইসাথে সাহস যোগাড় করে, নিজের গন্ডি পরিবর্তন করুন। এমন স্থানে নিজেকে নিয়ে যান যেখানে মানুষ আপনাকে আপনার কাজ, চিন্তা চেতনাকে গুরুত্ব প্রদান করে।
    নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান, যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে...।
    নিজেকে এমন প্লাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হয়ে যাবে আপনার স্বপ্নের সমান।

    মনে রাখতে হবে, আপনি দামি, নিজেকে সস্তা করে বিলয়ে দিলে আপনি কখনোই আর দামি হতে পারবেন না।

    Do not waste your time for useless people.
    নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়... তবে একই স্থানে না থেকে, নিজের জায়গা পরিবর্তন করে দেখুন, সেইসাথে সাহস যোগাড় করে, নিজের গন্ডি পরিবর্তন করুন। এমন স্থানে নিজেকে নিয়ে যান যেখানে মানুষ আপনাকে আপনার কাজ, চিন্তা চেতনাকে গুরুত্ব প্রদান করে। নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান, যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে...। নিজেকে এমন প্লাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হয়ে যাবে আপনার স্বপ্নের সমান। মনে রাখতে হবে, আপনি দামি, নিজেকে সস্তা করে বিলয়ে দিলে আপনি কখনোই আর দামি হতে পারবেন না। Do not waste your time for useless people.
    0 Comments 0 Shares 273 Views 0 Reviews
  • 0 Comments 0 Shares 379 Views 0 Reviews
  • প্রযুক্তি নির্ভর যুগে ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা অপরিসীম ও অপরিহার্য যা বলার অপেক্ষা রাখে না। একটি ওয়েবসাইট এর মাধ্যমে যে কোন প্রতিষ্ঠান বা ব্যবসার সার্ভিস বা প্রোডাক্ট খুব সহজেই কাস্টমারের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। আর এই ওয়েবসাইট ডেভলপমেন্ট এর দক্ষতা অর্জন করে বিশাল এই কর্মক্ষেত্রে কাজ করে ক্যারিয়ার ডেভেলপ করার অফুরন্ত সুযোগ রয়েছে! আর এ সুযোগকে কাজে লাগাতে দরকার কঠোর পরিশ্রম ও সঠিক দিক নির্দশনামূলক গাইডলাইন। তাই আমরা কি ভেবে দেখতে পারিনা, সহজে কিভাবে এ বিষয়ে সম্যক ধারণা ও জ্ঞান অর্জন করতে পারি।

    আমার মতামত: গুগল মামা আছেনা 🤩💻🤳
    সবার মতামত দিবেন কমেন্ট।

    #webdevlopment #webdesign #wordpress #html #css #javascript #magento #OpenCart
    প্রযুক্তি নির্ভর যুগে ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা অপরিসীম ও অপরিহার্য যা বলার অপেক্ষা রাখে না। একটি ওয়েবসাইট এর মাধ্যমে যে কোন প্রতিষ্ঠান বা ব্যবসার সার্ভিস বা প্রোডাক্ট খুব সহজেই কাস্টমারের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। আর এই ওয়েবসাইট ডেভলপমেন্ট এর দক্ষতা অর্জন করে বিশাল এই কর্মক্ষেত্রে কাজ করে ক্যারিয়ার ডেভেলপ করার অফুরন্ত সুযোগ রয়েছে! আর এ সুযোগকে কাজে লাগাতে দরকার কঠোর পরিশ্রম ও সঠিক দিক নির্দশনামূলক গাইডলাইন। তাই আমরা কি ভেবে দেখতে পারিনা, সহজে কিভাবে এ বিষয়ে সম্যক ধারণা ও জ্ঞান অর্জন করতে পারি। আমার মতামত: গুগল মামা আছেনা 🤩💻🤳 সবার মতামত দিবেন কমেন্ট। #webdevlopment #webdesign #wordpress #html #css #javascript #magento #OpenCart
    0 Comments 0 Shares 6K Views 0 Reviews