কেন উদ্যোক্তা 64 কমিউনিটিতে জয়েন করবেন?

0
3K

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

 

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার, যিনি আমাদেরকে এরকম নিজের একটি বিজনেস কমিউনিট তৈরী করতে সাহায্য করেছেন।

উদ্যোক্তা 64 একটি ব্যবসায়িক কমিউনিটি, আর এখানে আপনি আপনার নিজের এবং বিজনেস এর ব্রান্ডিং করতে পারবেন। আমরা আগেও বলেছি, আবারও বলি, আমরা কোন ফেইসবুক তৈরী করিনাই, আর তা করার মতো সাধ্য আমাদের হয়তো কারও নেই। তবে আমরা ফেইসবুকের কিছু ফিচার নিয়েছি যা একজন উদ্যোক্তা ও গ্রাহকের একান্তই প্রয়োজন। যেমন পোস্ট করা, মেসেজ করা, গ্রুপে যোগদান ইত্যাদি।

তবে আমাদের উদ্যোক্তা 64 এ রয়েছে বিশেষ কিছু যৌক্তিক ফিচার, যার সঠিক প্রগ করতে পারলে আমাদের উদ্যোক্তাগণের গ্রাহক পেতে এবং গ্রাহকগনের সঠিক পন্য সঠিক বিক্রেতার মাঝে খুব সহজেই পেতে পারেন।

নিম্নে কিছু বিশেষ সুবিধার কথা উল্লেখ করা হল, যে কারনে ফেইসবুকের পাশাপাশি আমাদের উদ্যোক্তা 64 সহযোগিতা করবে একজন সফল উদ্যোক্তা হতে।

⇒ উদ্যোক্তা 64 হলো একমাত্র উদ্যোক্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে দৈনন্দিন প্রয়োজনীয় পন্য কেনা বেচা করতে গ্রাহক ও ক্রেতাদের সহযোগিতা করে থাকে।

⇒ উদ্যোক্তা 64 এ রয়েছে প্রতি বিজনেস ক্যাটাগরির জন্য আলাদা আলাদা গ্রুপ, যা একটি দকানের সাথে তুলনা করা যেতে পারে। যেখানে মেম্বারগন হল ক্রেতা ও বিক্রেতা। ক্রেতাগন পন্য চেয়ে পোস্ট দিবেন, বিক্রেতাগন তাঁদেরকে সঠিক ও চাহিদা মতো পন্যটি সরবরাহ করবেন। শুধুমাত্র তারাই  গ্রুপে জয়েন করবেন, যাদের সেই ক্যাটাগরীর পন্য কেনা ও বিক্রি করার জন্য প্রয়োজন।

⇒ উদ্যোক্তা 64 এ রয়েছে ইচ্ছেমত ফ্রেন্ড যুক্ত করার সুযোগ। এখানে কোন লিমিট নেই, যেমন ৫০০০ / ১০০০ / ১০০০০০ ইত্যাদি। আপনি যত খুশি বন্ধুর সাথে যুক্ত হতে পারবেন।

⇒ উদ্যোক্তা 64 এ যেহেতু ইচ্ছেমত বন্ধু যুক্ত করার সুযোগ রয়েছে, তাই আলাদাভাবে বিজনেস পেজ করার প্রয়োজন নেই। এই ফিচারটি আপাতত মেম্বারদের জন্য বন্ধ রয়েছে (কাজ চলমান)। তবে ভবিষ্যতে এটির কাজ সম্পন্য হলে সবার জন্য এভেইলেবল করে দেয়া হবে।

⇒ উদ্যোক্তা 64 এ রয়েছে Built-in Video player, তাই ইউটিউব / ফেইসবুকের ভিডিও সরাসরি এখানেই দেখা যাবে শুধু মাত্র লিংক শেয়ার করেই।

⇒ উদ্যোক্তা 64 এ রয়েছে দ্রুত মেসেজ আদান প্রদানের সুযোগ।

⇒ উদ্যোক্তা 64 এর মাধ্যমে কাঙ্ক্ষিত ও আসল বায়ার সেলার খুঁজে পাবেন।

⇒ উদ্যোক্তা 64 বায়ার ও সেলারদের মাঝে বিশ্বস্ততা ও ভরসার সম্পরক স্থাপনে সাহায্য করবে।

এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে, যা আপনাকে আপনার বিজনেস পরিচালনায় ও কাঙ্ক্ষিত পন্য পেতে বিসেসভাবে সহযোগিতা করবে।

আপনার পরিচিত ক্রেতা ও বিক্রেতাকে আমাদের কমিউনিটিতে যুক্ত হতে ইনভাইট করুন।

 

ধন্যবাদ,

অ্যাডমিন

Love
Like
8
Search
Categories
Read More
Social Media Marketing
When delving into the realm of Over/Under betting
When delving into the realm of Over/Under betting The rules and mechanics of this type of bet...
By Hanoi Phoco 2024-11-01 02:36:55 0 570
Other
EA Sports FC 24: Confirmed Release Date, Ultimate Team Details & More
EA FC 24 is set to release on September 29, transforming the beloved FIFA series into a new,...
By igmeet fc24coins 2023-08-23 02:22:18 0 2K
Other
Guide to Making Gold in ESO - The Easiest Elder Scrolls Online Methods
Welcome to this comprehensive guide on gold farming in The Elder Scrolls Online (ESO)! The...
By igmeet esogold 2023-11-16 05:29:33 0 1K
Ecommerce
New Store Bundles in Call of Duty: Black Ops 6 and Warzone: Fresh Content at Your Fingertips
Alongside the Battle Pass and BlackCell bundle, Season 01 introduces a variety of new store...
By John Wang 2025-01-21 07:03:27 0 18
Networking
Understanding the Both Teams to Score Bet: A Comprehensive Guide
What is the Both Teams to Score Bet? The Both Teams to Score (BTTS) bet is an exciting option in...
By Bao Khang Pham 2024-10-03 07:45:54 0 611